ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাইফুন মাংখুট: ফিলিপাইনে নিহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফিলিপাইনে টাইফুন মাংখুটের আঘাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। টাইফুনটি ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনের মধ্য দিয়ে এগিয়ে পশ্চিমমুখে চীনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

শনিবার ফিলিপাইনের স্থানীয় সময় দুপুরের দিকে কাগায়ন প্রদেশের বাগগাও এলাকা দিয়ে টাইফুনটি স্থলে উঠে আসে। তবে বাগগাওতে কেউ নিহত হননি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এ দিকে ভূমিধসের মধ্যে আটকা পড়া লোকজনকে উদ্ধার করতে গিয়ে দুই উদ্ধারকারীও নিহত হন।

দেশটির রাজধানী ম্যানিলার ভিতর দিয়ে বয়ে যাওয়া মারিকিনা নদীতে এক কিশোরীর লাশ পাওয়া গেছে বলে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে।

টাইফুনটি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে। টাইফুনের কারণে ছয় মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাসে উপকূলীয় অঞ্চলের হাজার হাজার লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।

টাইফুনের কারণে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এর কারণে বিভিন্ন  জায়গায় ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। কোনও কোনও জায়গায় তা মারাত্মক আকার ধারণ করেছে। 

আজ রোববার দেশিটির প্রধানমন্ত্রী রদ্রিগো দুতার্তের ক্ষতিগ্রস্থ জায়গাসমূহে পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

টাইফুনের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা দেশটির কৃষি খাতের উপর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপকূলীয় শহর আপারির আশ্রয় কেন্দ্র ধ্বংস হয়ে গেছে এবং শহরটির ফোন নেটওয়ার্ক ভেঙে পড়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে।

সূত্র: বিবিসি

এমএইচ/একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি