ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাইজেরিয়াতে কলেরায় ৯৭ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮

নাইজেরিয়ার ইয়োব এবং বর্নো রাজ্যে গত দু’সপ্তাহে তিন হাজারের বেশি কলেরা সংক্রমণের রেকর্ড লিপিবদ্ধ করা হয়েছে। এগুলোর মধ্যে ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

গতাকাল শনিবার জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির তথ্য মতে, নাইজেরিয়ার ইয়োব এবং বর্নো রাজ্যে গত দু’সপ্তাহে ৩ হাজার ১২৬ জন কলেরায় আক্রান্ত হয়েছে।  এর মধ্যে গত শনিবার পর্ন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়,  নাইজেরিয়ার লেক শাদ এলাকায় ২০১৮ সালে ৫০০-এরও বেশি মানুষ কলেরা আক্রান্ত হয়ে মারা গেছেন। গত চার বছরের মধ্যে এটাই অঞ্চলটিতে কলেরার সবচেয়ে বড় সংক্রমণ।

সূত্র: আল-জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি