ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মার্কিন বিমান হামলায় সোমালিয়ায় নিহত ১৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ২৩ সেপ্টেম্বর ২০১৮

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল-শাবাবের ১৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত শুক্রবার সোমালিয়ার লোয়ার জুবা প্রদেশে মার্কিন ও সোমালি সরকারি সৈন্যদের সঙ্গে আল শাবাব জঙ্গিদের সংঘর্ষের সময় মার্কিন বাহিনীর ডাকে বিমান হামলাটি চালানো হয় বলে জানানো হয়েছে।

কমান্ডের এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র ও অংশীদার বাহিনীগুলো আক্রমণের মুখে পড়ার পর জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলাটি চালানো হয়। আমাদের বর্তমান মূল্যায়ন হচ্ছে এ ঘটনায় কোনো বেসামরিক নিহত বা আহত হয়নি।’

এদিকে সোমালিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীগুলো জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারকে সমর্থন দিচ্ছে।

আল শাবাব ২০১১ সালে রাজধানী মোগাদিশু থেকে সরে যাওয়ার পর থেকে দখলকৃত অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে দলটি।

সূত্র: আল-জাজিরা

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি