ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তৃতীয়বারের মত মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ক্ষমতাসীন আব্দুল্লাহ ইয়মিনের দল পিপিএম এর প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দল এমডিপি`র প্রার্থী ইব্রাহিম মোহাম্মাদ সোলিহ। এবারের নির্বাচনে ভোট দেবেন ২ লাখ ৬০ হাজার ভোটার।

প্রচারণার শেষ দিন শনিবার এমডিপি`র প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। বিষয়টিকে বিরোধীমত দমনে সরকারী আগ্রাসন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০০৮ সালে গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার পর এটি মালদ্বীপে তৃতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বচন।

সূত্র : আল জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি