ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালদ্বীপ নির্বাচনে বিরোধী প্রার্থীর জয়ের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মালদ্বীপ প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ নিজেকে জয়ী হিসেবে দাবি করেছেন। তবে দেশটির জাতীয় নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

স্থানীয় সময় গতকাল রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। লাইন বেশি থাকার কারণে তিন ঘণ্টা সময় বাড়ানো হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, ৪৭২টি বাক্সের মধ্যে ৪৩৭টির ভোট গণনা শেষ হয়েছে। যদিও নির্বাচনের ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন ইব্রাহিম মোহাম্মদ। এ নির্বাচন পার্শ্ববর্তী চীন এবং ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

নির্বাচনে জয় সম্পর্কে ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বলেন, ‘সময় এখন সুখের, সময় এখন আশার’। এসময় তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানান।

আব্দুল্লাহ ইয়ামিনের থেকে ১৬ ভাগ বেশি ভোট পেয়েছেন বলে জানান ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি