‘লেবাননে হামলার অজুহাত খুঁজছে ইসরায়েল’
প্রকাশিত : ০৯:৩০, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:০০, ২৯ সেপ্টেম্বর ২০১৮
লেবাননের কাছে পরাজয়ের কথা ভুলে ইহুদিবাদী ইসরাইল আবার দেশটির ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন লেবাননের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল।সম্প্রতি এক টুইট বার্তায় জেবরান বাসিল এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আবারো ইসরাইল আগ্রাসন চালানো জন্য অজুহাত খুঁজছে। এ ক্ষেত্রে তারা জাতিসংঘকে ব্যবহার করতে চায়। কিন্তু লেবানন যে তাদেরকে এখান থেকে বহিষ্কার করেছে তা তারা ভুলে গেছে। তারা আবারো হামলা চালালে লাভবান হতে পারবে না।’
হিজবুল্লাহ রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি গোপন ক্ষেপণাস্ত্র স্থাপনা ব্যবহার করছে বলে অভিযোগ করেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ কাজে হিজবুল্লাহকে ইরান সহযোগিতা করছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু।
সূত্র : পার্সটুডে
এমএইচ/
আরও পড়ুন