ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইসরায়েলি সেনাদের গুলিতে গাজায় শিশুসহ ৬ ফিলিস্তিনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গাজা বর্ডারের কাছে এ ঘটনা ঘটে।

নিজ ভূমিতে ফেরার অধিকারের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর  ইসরায়েলি সেনাবাহিনী এ বর্বর হামালা চালায়। নিহতদের মধ্যে দু’জনের বয়স যথাক্রমে ১২ এবং ১৪ বছর।

এরমধ্যে ১২ বছর বয়সী নাসের মুসাবিহ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

অপরদিকে ১৪ বছর বয়সী মোহাম্মদ নায়েফ আল হায়ুম মধ্যাঞ্চলের জেলা আল-বুরেইজে ইসরায়েলি সেনাসদস্যদের গুলিতে নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ওই হামলায় ঘটনায় অন্তত ২১০ জন ফিলিস্তিনি হসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

নিজ ভূমিতে ফেরার দাবিতে চলতি বছরের মার্চ মাস থেকে গাজা বর্ডারের সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা।  আন্দোলনে ইসরায়েলী সেনাদের আক্রমণে এ পর্যন্ত ১৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: ডন

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি