ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইরাকি মডেল ফারেজকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইরাকি মডেল তারা ফারেজকে বাগদাদে গুলি করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্যাম্প সারাহয় বন্দুকধারীর গুলিতে নিহত হন এই সাবেক মিস বাগদাদ।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষথেকে জানানো হয়েছে যে, ফারেজ একটি গাড়িতে অবস্থানকালে দুইজন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে হত্যা করে।

জানা যায়, ২২ বছর বয়সী খ্রিস্টান ধর্মালম্বী ফারেজের বাবা ইরাকি এবং মা লেবানিজ।

তিনি এরবিলে বসবাস করলেও মাঝে মাঝে রাজধানীতে আসতেন।  পোশাক-আশাক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তার মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত চলছে বলেও জানায় ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

সূত্র : হুরিয়াত ডেইলি।

এমএইচ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি