ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

শান্তির জন্য সার্বভৌমত্বকে বিসর্জন নয়: মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ভারত শান্তিতে বিশ্বাসী, কিন্তু শান্তির জন্য দেশের সার্বভৌমত্ত্বকে বিসর্জন দেবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার অল ইন্ডিয়া রেডিওতে ‘মান কি বাত’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের শান্তি ও উন্নতিতে যারা বাঁধা হয়ে দাঁড়াবে সেনাবাহিনী তাদের উচিত শিক্ষা দেবে। দেশের সার্বভৌমত্ত্ব রাক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে তারা।

এ সময় তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সীমান্তের অতন্দ্র প্রহরী ভারতীয় জওয়ানদের প্রশংসা করেন।

বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষে ভারতের এক লাখেরও বেশি সেনাবাহনী দুই বিশ্বযুদ্ধে জীবন দিয়েছেন বলে উল্লেখ করেন। যদিও ভারতের সাথে এই যুদ্ধের কোনো যোগসূত্র ছিল না, তথাপি শুধু শান্তি প্রতিষ্ঠায় তারা জীবন দিয়েছে।   

সূত্র: এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি