ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পালানোর জন্য নেতানিয়াহুকে সাঁতার শিখার পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ৬ অক্টোবর ২০১৮

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভূমধ্যসাগরে সাঁতার শেখার আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি`র ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি।

তিনি গতকাল শুক্রবার ইস্ফাহানে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান।

তিনি নেতানিয়াহুর উদ্দেশে বলেন, ভূমধ্য সাগরে সাঁতার শিখুন। কারণ খুব শিগগিরই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যখন সাগর ছাড়া পালানোর আর কোনো পথ থাকবে না।

এদিকে একের পর এক ব্যর্থতা থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তার অন্যায় নীতি অব্যাহত রাখে তাহলে দেশটিকে আরও বড় ধরণের পরাজয়ের সম্মুখীন হতে হবে।

সূত্র: পার্সটুডে

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি