ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রোমানিয়ায় সমলিঙ্গের বিয়ের বৈধতা নিয়ে গণভোট কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ৬ অক্টোবর ২০১৮

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় সমলিঙ্গের বিয়ের বৈধতা নিয়ে গণভোটের আয়োজন করা হয়েছে।

আগামীকাল রোববার এই গণভোট অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে গণভোটে রোমানিয়ায় সমলিঙ্গের বিয়ে নিষিদ্ধ হতে পারে।

শুধুমাত্র একজন পুরুষ ও একজন নারীর মধ্যে বিবাহ সংঘটিত হতে পারে বলে রোমানিয়ার সংবিধানে বলা হয়েছে।

দেশটিতে সমলিঙ্গের মধ্যে বিবাহ বা সিভিল পার্টনারশিপের বিষয়টি স্বীকৃতি দেওয়া হয়নি।  

বিবাহ নিয়ে রোমানিয়ার সংবিধানে যে সংজ্ঞা দেওয়া হয়েছে দেশটির জনগণ তা মেনে নেবে নাকি সমলিঙ্গের মধ্যে বিবাহ অনুমোদন দেবে সেটাই এখন দেখার বিষয়।  

তবে মনে করা হচ্ছে দেশটির জনগণ সমলিঙ্গের মধ্যে বিবাহের বিষয়টি মেনে নেবে না। 

জনগণের মত প্রতিষ্ঠা করার জন্য ৩০ শতাংশ ভোটের প্রয়োজন রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স ও ইন্ডিপেন্ডেন্ট

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি