ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ বুধবার দেশটির জনগণ তাদের নেতা নির্বাচন করবেন। এরইমধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা যে, নির্বাচনে কোন দল বা প্রার্থী জয় লাভ করবে। অনেকের ধারণা নির্বাচনে ডান-পন্থিদের জয়ের সম্ভাবনা রয়েছে।

এদিকে নির্বাচনকে ঘিরে সক্রিয় জরিপকারী সংস্থাগুলো বলছে কট্টর ডানপন্থী জেয়ার বলসোনারো এবং মধ্যবামপন্থী প্রার্থী ফার্নান্দো হাদ্দাদের ভাগ্য নির্ধারণ প্রথম দফা নির্বাচনে হবে না।

প্রেসিডেন্ট চূড়ান্ত করতে দ্বিতীয় দফা নির্বাচনের ওপর ভরসা করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের মতো কংগ্রেসের নির্বাচনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবারে প্রকাশিত এক জরিপে দেখা যায়, জেয়ার বলসোনারো ৩৬ শতাংশ এগিয়ে রয়েছেন। অপরদিকে মধ্যবামপন্থী প্রার্থী ফার্নান্দো হাদ্দাদ ২২ শতাংশ এগিয়ে রয়েছেন।

আজকের এই ভোটে ১৪ কোটি ৭০ লাখ ভোটার তাদের প্রেসিডেন্ট নির্বাচন করবেন বলে জানা গেছে। 

সূত্র: রয়টার্স

 

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি