রোমানিয়ায় সমলিঙ্গের বিয়ের বৈধতা নিয়ে গণভোট ব্যর্থ
প্রকাশিত : ১২:৪২, ৮ অক্টোবর ২০১৮
রোমানিয়ায় সমলিঙ্গের বিয়েকে সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণার লক্ষ্যে নেওয়া গণভোট ভেস্তে গেছে। এর ফলে দেশটিতে সমলিঙ্গের বিয়ে অব্যাহত থাকছে।
গণভোটে রোমানিয়ানদের কাছে জানতে চাওয়া হয় যে, শুধু ছেলে ও মেয়ের মধ্যে বিয়ে হবে তাঁরা সংবিধানের এমন পরিবর্তনের পক্ষে কি-না।
এই হ্যাঁ-না ভোটে মাত্র ২০ দশমিক ৪ শতাংশ মানুষ ভোট দেয়। অথচ বিলটি পাশ হওয়ার জন্য কমপক্ষে ৩০ শতাংশ মানুষের সমর্থন জরুরি।
এর আগে প্রস্তাবের বিপক্ষের লোকজন এই গণভোট বয়কট করার আহ্বান জানিয়েছিলেন।
বেশ কিছু সংস্থাও রোমানিয়ার লোকদের ভোট প্রদানে বিরত থাকতে বলেছিল।
জানা যায় যে, রোমানিয়ায় মানুষজনের মধ্যে ভোট দেওয়ার প্রবণতা কম। ২০১৬ সালের সাধারণ নির্বাচনে ৩০ শতাংশেরও কম মানুষ ভোট দিয়েছিল।
এর আগে সমালোচকরা বলেছিলেন, শুধু নারী এবং পুরুষের মধ্যে বিয়ের ভিত্তিতে পরিবারের সংজ্ঞা নির্ধারিত হলে বিয়ে না করে যারা বাবা-মা হয়েছেন - তাদের এবং তাদের সন্তানদের সাংবিধানিক অধিকার হারাবেন।
এদিকে গণভোটে বিলটির পক্ষে পর্যাপ্ত সংখ্যক ‘হা’ ভোট না পড়ায় তাদের এই অশঙ্কা দূর হলো।
সূত্র: বিবিসি
এমএইচ/
আরও পড়ুন