ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আরেকটি রাজকীয় বিয়ের অপেক্ষা…

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ১০ অক্টোবর ২০১৮

দ্বিতীয় কুইন এলিজাবেথের নাতনী রাজকুমারী ইউজেনি জ্যাক ব্রুকসব্যাঙ্ককে বিয়ে করতে যাচ্ছেন। আগামী শুক্রবার রাজকীয় বাসস্থান উইন্ডসর কাসলে এই বিবাহ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এই বিয়ে সম্পর্কে গার্ডিয়ানে এক সাক্ষাৎকারে জ্যাক ব্রুকসব্যাঙ্কক(৩২) বলেন, প্রায় সাত বছর আগে আমরা প্রেম শুরু করি। পরে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। তাই আমরা বিবাহ করার সিদ্ধান গ্রহণ করি।  

এর পাঁচ মাস আগে প্রিন্স হেরি এবং হলিউড অভিনেত্রী মেগান মার্কেলের সাথে বিবাহ অনুষ্ঠিত হয়েছে। এরও আগে ২০১১ সালে প্রিন্স ইউলিয়াম ক্যাট মিডলটেনকে বিবাহ অনুষ্ঠিত হয়।   

রাজকুমারী ইউজেনি(২৮)উত্তরাধীকার সূত্রে লম্বা লাইনের নবম স্থানে রয়েছেন। তাই তার বিবাহের খরচের প্রতিবাদে একটি পাবলিক পিটিশন দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি