ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও ব্রিটেনের রাজপরিবারে বিয়ের সানাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ১২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:১০, ১২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ব্রিটেনের রাজপরিবারে আবারও বিয়ের সানাই বাজতে চলছে। দ্বিতীয় কুইন এলিজাবেথের নাতনী রাজকুমারী ইউজেনে জ্যাক ব্রুকসব্যাঙ্ককের মধ্যে আজ শুক্রবার বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ে অনুষ্ঠিত হবে রাজকীয় বাসস্থান উইন্ডসর ক্যাসলেতে।

অনুষ্ঠানে ৮শরও বেশি অতিথি অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাজ পরিবারের সিনিয়র সদস্যরাও এতে অংশ নেবেন।

প্রিন্সেস ইউজেনে ব্রিটিশ রাজসিংহাসনের নবম উত্তরাধিকারী। তার জন্ম ১৯৯০ সালের ২৩ মার্চ লন্ডনের পোর্টল্যান্ড হাসপাতালে। তিনি জ্যাক ব্রুকসব্যাংককে (৩১) বিয়ে করতে যাচ্ছেন। 

এই বিয়ে সম্পর্কে গার্ডিয়ানে এক সাক্ষাৎকারে জ্যাক ব্রুকসব্যাঙ্কক (৩২) বলেন, প্রায় সাত বছর আগে আমরা প্রেম শুরু করি। আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। তাই আমরা বিবাহ করার সিদ্ধান গ্রহণ করি। 

এর পাঁচ মাস আগে প্রিন্স হেরি এবং হলিউড অভিনেত্রী মেগান মার্কেলের সাথে বিবাহ অনুষ্ঠিত হয়েছে। এরও আগে ২০১১ সালে প্রিন্স ইউলিয়াম ক্যাট মিডলটেনকে বিবাহ অনুষ্ঠিত হয়।  

সূত্র : দ্যা টেলিগ্রাফ

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি