ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে আমিই সবচেয়ে উত্ত্যক্তের শিকার: মেলানিয়া ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিভিন্ন ইস্যুতে বহুবার আলোচনায় এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সম্প্রতি এক চাঞ্চল্যকর মন্তব্য করে আবারও আলোড়ন সৃষ্টি করেছেন ৪৮ বছর বয়স্ক মার্কিন ফাস্ট লেডি। সম্প্রতি এবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইবার বুলিং বা অনলাইনে উত্ত্যক্ত করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সম্ভবত তিনিই বিশ্বের সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার কোনও নারী। গত বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারের মূল অংশ প্রকাশ করেছে চ্যানেলটি।

গত সপ্তাহে মার্কিন ফার্স্ট লেডি হিসেবে আফ্রিকার কয়েকটি দেশে প্রথমবার একক সফরে করেন মেলানিয়া। তার নিজের ‘বি বেস্ট’ ক্যাম্পেইন এবং নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে কাজ করতেই এ সফর। সেখানে গিয়েই ওই চ্যানেলটিতে তিনি সাক্ষাৎকার দেন।

সাক্ষাৎকারে মেলানিয়া বলেন, ‘বিশ্বে আমিই সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার।’ এ সময় মেলানিয়ার কাছে জানতে চাওয়া হয়, ‘সত্যি আপনি পৃথিবীর সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার? তার উত্তরে মেলানিয়া বলেন, ‘যদি আপনি দেখেন লোকজন আমার সম্পর্কে কী বলে, তাহলেই সব বুঝতে পারবেন।’ তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি মেলানিয়া ট্রাম্প।

সূত্র: এএফপি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি