ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের টুইট নিয়ে যা বললেন মেলানিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ১৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন, ট্রাম্পের টুইট, মি টু আন্দোলনসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন। হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে তাঁর কাটানো জীবন এবং গত সপ্তাহের আফ্রিকা ট্যুর নিয়েও কথা বলেন।

এবিসি নিউজ-এর সাথে দেওয়া ওই সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশিত হয়।  

সাক্ষাৎকারে মেলানিয়া জানান, ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসকল টুইট করেন তার সাথে তিনি সবসময় একমত নন।

সাক্ষাৎকারে মেলানিয়া ট্রাম্পকে আফ্রিকা ট্যুরে তার পোশাকের সমালোচনা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, দেখুন ভালো কাজ করতে গেলে সমালোচনা করা হয় এটাই স্বাভাবিক। কিন্তু আমি সমালোচনাকে পাত্তা দেই না।

সাক্ষাৎকারে মেলানিয়া ট্রাম্প নিজেকে বিশ্বের সবচেয়ে নির্মমভাবে পিড়ীত নারী হিসেবে আখ্যায়িত করেন।  

এর আগে আফ্রিকা সফরের শেষভাগে মিসরে গিয়ে মেলানিয়া বলেছিলেন, ট্রাম্প যত যা–ই বলেন, তার সব কথায় সায় দেন না মেলানিয়া। 

ট্রাম্পের টুইট নিয়ে মেলানিয়া বলেন, ট্রাম্প নানা বিষয়ে সারাক্ষণ টুইট করে থাকেন। তার টুইটের সঙ্গে আমি সব সময় একমত হই না।  

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি