ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আসামে প্লাটিনামের সন্ধান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১৫ অক্টোবর ২০১৮

ভারতের আসাম রাজ্যে মূল্যবান ধাতু প্লাটিনাম রয়েছে বলে দাবি করেছে একদল ভূবিজ্ঞানী। ভূবিজ্ঞানীদের ধারনা,  শুধু প্লাটিনামই নয়, আরও অনেক ধাতব রয়েছে আসামের মাটির তলায়। তাদের দাবি, মূল্যবান এই ধাতুর সন্ধান পাওয়া গেছে রাজ্যের কার্বিআংলং জেলার মাটির গভীরে।

সুত্র জানায়, কার্বিআংলংয়ের মাটি সংগ্রহ করে পরীক্ষাতেও, প্লাটিনাম পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা গেছে। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ, অ্যাটমোস্পেরিক সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি বিভাগের প্রধান দিলীপ মজুমদার প্লাটিনাম পাওয়ার সম্ভাবনার কথা সাংবাদিকদের জানিয়েছেন।  

গত শনিবার গুয়াহাটিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান। দিলীপ মজুমদার বলেন, এ বছর জানুয়ারি মাসে কার্বিআংলং থেকে নমুনা নিয়ে পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হয়। সেখান থেকে ইতিবাচক উত্তর পাওয়া গেছে। আসামের ভবিষ্যৎ সমৃদ্ধির দাবি করে তিনি বলেন, আসামও প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর কারণে সমৃদ্ধ হতে চলেছে। প্লাটিনাম ঠিকমতো খনন করতে পারলে রাজ্যের আয় অনেক গুণ বেড়ে যাবে।  

তিনি বলেন, ভারতের কর্ণাটক, ওডিশা ও তামিলনাড়ুতেই প্লাটিনামের খনি রয়েছে। কার্বিআংলংয়েও পাওয়া গেলে আসাম হবে ভারতের প্লাটিনামসমৃদ্ধ চতুর্থ রাজ্য।

আরও অন্যান্য মূল্যবান ধাতব থাকার দাবি করে তিনি বলেন, শুধু প্লাটিনামই নয়, আসামের মাটির নিচে বহু প্রাকৃতিক সম্পদ রয়েছে। গ্যাস বা পেট্রোলিয়াম–জাতীয় পদার্থের পাশাপাশি রয়েছে কয়লা। আকরিক লোহা থেকে শুরু করে আরও অনেক মূল্যবান ধাতব থাকার বিষয়েও আশাবাদী ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।   

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি