ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

‘ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১৬ অক্টোবর ২০১৮

ইসরাইল ও আরব দেশগুলো অতীতের যে কোনও সময়ের তুলনায় পরস্পরের কাছাকাছি পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার দেশটির পার্লামেন্ট- নেসেটে দেওয়া এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, ‘ইরানের হুমকি’ ইসরাইলকে আরব দেশগুলোর কাছাকাছি পৌঁছে দিয়েছে।

এদিকে, ইরানকে মোকাবিলা করার লক্ষ্যে ইসরাইলের সঙ্গে দহরম মহরম বাড়িয়ে দিয়েছে সৌদি রাজতন্ত্র।

এমন সময় সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে যখন ইসরাইল সরকার ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে। এছাড়াও মুসলমানদের প্রথম ক্বেবলা ও ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে রয়েছে।

সূত্র: পার্সটুডে

এমএইচ/একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি