ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা মেয়েদের জোরপূর্বক বিক্রি করা হচ্ছে: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা পরিবারগুলো অর্থ সংগ্রহের জন্য যুবতী মেয়েদের জোরপূর্বক বিক্রি করে দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি গত বছরের সেপ্টেম্বর থেকে এ সংক্রান্ত ৯৯ টি মানব পাচারের ঘটনা চিহিৃত করেছে । বাস্তবে এ সংখ্যাটি আরো অধিক হতে পারে বলে ধারণা করছে জাতিসংঘের এ সংস্থাটি।

 আইওএম –এর মুখপাত্র ডিয়ানা পার্মার বলেন, আমরা মূলত এ তথ্যটি সংগ্রহ করেছি ভূক্তভোগী পরিবারগুলোর তথ্যের ভিত্তিতে।

তিনি বলেন, পরিবারগুলো বলছে- মানব পাচারকারীরা উন্নত কাজ এবং ভালো জীবন যাপনের আশা দিয়ে তাদের সন্তানদেরকে নিয়ে গেছে।  

এদিকে মানব পাচারের বিষয়ে রোহিঙ্গাদেরকে সচেতন করার জন্য কাজ করছে বাংলাদেশী দাতব্য সংস্থা ইয়াং পাওয়ার ইন সোসাইল একশন (ওয়াইপিএসএ)।

এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানব পাচারের শিকার হয়েছে বলে ওয়াইপিএসএ নামক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।

তথ্যসূত্র: ডন

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি