ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:২৭, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতে এক নারীর জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্ম দিয়েছেন মীনাক্ষী বালান নামের এক নারী। তার  বয়স ২৮ বছর।

বৃহস্পতিবার  ভারতের পুনের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এই নারীর চিকিৎসক দাবি করেছেন, ভারতের ইতিহাসে এটাই প্রথম ঘটনা।

চিকিৎসক নীতা ভার্তি গণমাধ্যমকে বলেন, মীনাক্ষী বালান নামের এই নারী ২০১৭ সালের মে মাসে জরায়ু প্রতিস্থাপন করান । তার মা মেয়েকে জরায়ু দান করেছিলেন। গর্ভপাত হওয়ার পর মীনাক্ষীর জরায়ু অকার্যকর হয়ে পরে।

জরায়ু প্রতিস্থাপনের পর ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) গর্ভে সন্তান ধারণ করেন মীনাক্ষী বালান।

পুনের গ্যালাক্সি কেয়ার হাসপাতালে সন্তান জন্ম দেন মীনাক্ষী । তার জরায়ু প্রতিস্থাপন করা হয় । চিকিৎসক ভার্তি বলেন, জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্মে নেওয়ার ঘটনা সুইডেনে নয়টি, যুক্তরাষ্ট্রে দুইটি এবং এখন ভারতে ১২ তম।

সূত্র: এনডিটিভি

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি