কংগ্রেসের সমালোচনায় মোদি
প্রকাশিত : ১৭:২০, ২১ অক্টোবর ২০১৮
রাফায়েল ঝড় নিয়ে মোদী-রাহুলের রেষারেষি অব্যাহত রয়েছে ৷ এরিই মধ্যে ফের কংগ্রেস সভাপতির সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে প্রশ্ন তুললেন কেন স্বাধীনতার ৭০ বছর পরও নিহত পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানাতে নির্মিত হয়নি পুলিশ মেমোরিয়াল ও মিউজিয়াম ৷ এজন্য তিনি দায়ী করেন কংগ্রেস সরকারকে ৷
রোববার জাতীয় পুলিশ দিবস ৷ এদিন লালকেল্লা থেকে নিহত পুলিশ কর্মীদের শ্রদ্ধা নিবেদনে পুলিশ মেমোরিয়াল ও মিউজিয়ামের উদ্বাধন করেন প্রধানমন্ত্রী মোদী ৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘পুলিশ মেমোরিয়ালের উদ্বোধন করে আমি গর্বিত ৷ কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন না তুলে উপায় নেই। স্বাধীনতার ৭০ বছর পরও কেন এই মেমোরিয়াল তৈরি করতে কেন এত বেশি সময় লাগল ৷ কংগ্রেস সরকারের যদি ইচ্ছা ও উদ্যোগ থাকতো তাহলে বহু আগেই মেমোরিয়ান ও মিউজিয়াম নির্মিত হতো৷’
রাফালে ঝর সামলাতে নাজেহাল অবস্থা বিজেপির ৷ একের পর এক অভিযোগ সামলাতে বিরোধীদের আক্রমণকেই সেরা অস্ত্র বলে মনে করছে গেরুয়া শিবির ৷ পাঁচ রাজ্যে ভোটের আগে তাই পড়ে পাওয়া চৌদ্দ আনার মতো পুলিশ মেমোরিয়াল ইস্যুতেও কংগ্রেসকে নিশানা করতে ছাড়ছে না মোদী শাহ জুটি ৷
পুলিশ মেমোরিয়াল ও মিউজিয়ামের উদ্বোধনের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী ১৯৫৯-এক বারত চীন যুদ্ধে নিহত ১০ বীর জওয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ৷
(সূত্রঃ কলকাতা ২৪ঘণ্টা)
কেআই/
আরও পড়ুন