ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা : প্রাণ গেল ১৮ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২২ অক্টোবর ২০১৮

তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে এক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪৮ জন। 

স্থানীয় সময় রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সব মিলে আটটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানতে পারেনি তারা।

এ ঘটনার পর পরই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ট্রেনটি তাইপে থেকে  ৩৬৬ জন যাত্রী নিয়ে টাইটুংগ শহরে যাচ্ছিল। পথেই এ দুর্ঘটনা ঘটে।

কেন এই ট্রেনটিতে লাইনচ্যুতির ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে বলে জানিয়েছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র : বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি