ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১২ বছর পর ফিজিতে ব্রিটিশ রাজপরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মেগান প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়া, ফিজি, টোংগা এবং নিউজিল্যান্ডে ভ্রমনের উদ্দেশ্যে বের হয়েছেন। ইতোমধ্যে অস্ট্রেলিয়া সফর শেষ করে মঙ্গলবার ফিজিতে এসে পৌঁছেছেন।

১২ বছর পর ফিজিতে এটি হলো ব্রিটিশ রাজপরিবারের প্রথম ভ্রমণ। এর আগে মিলিটারি বিদ্রোহের কারণে দেশটিতে ভ্রমণ নিষিদ্ধ ছিল।

এ সময় হ্যারি ও ম্যাগানকে ব্রিটিশ ও ফিজির ঐতিহ্যবাহী পোশাক পড়তে দেখা গেছে।

এদিকে ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারমা এই দম্পত্তিকে স্বাগত জানিয়েছেন।

এছাড়াও ফিজিতে পৌঁছার পর অনেক নর-নারী এবং স্কুল শিক্ষার্থী তাদেরকে আনন্দের সাথে বরণ করে নেন।

এর আগে ফিজিতে ব্রিটিশ রয়েল পরিবার ভ্রমণ করেছিল ২০০৬ সালের জুলাই মাসে।  

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি