আসামে গুলি চালিয়ে পাঁচ বাঙালীকে হত্যা
প্রকাশিত : ০৮:৩৫, ২ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৯:১১, ২ নভেম্বর ২০১৮
ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়াতে গুলি চালিয়ে ৫ জন বাংলাভাষীকে হত্যা করা হয়েছে। খেরবাড়ি নামের একটি গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবল দাস এবং ধনঞ্জয় নম:শূদ্র।
স্থানীয় সূত্রগুলি অবশ্য আরও কয়েকজনের গুলিতে আহত হওয়ার কথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা সামরিক পোশাক পরে সেখানে হাজির হয়েছিল। তারা শ্যামলাল বিশ্বাসের দোকানের সামনেই প্রথম গুলি চালায়।নিহত বাকি ব্যক্তিরা ওই দোকানের আশেপাশেই ছিলেন। ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছে অন্তত ছয়জন দুষ্কৃতিকারী দুটি দলে ভাগ হয়ে এই হামলা চালিয়েছে। মৃতদেহগুলি এখনও গ্রামেই রাখা রয়েছে।
রাজধানী গুয়াহাটি থেকে পুলিশের মহা নির্দেশক কুলধর শইকিয়া ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
আসামের বাঙালী সংগঠনগুলো মনে করছে আলফা (স্বাধীন গোষ্ঠী) এই হামলা চালিয়ে থাকতে পারে।
তথ্যসূত্র : বিবিসি
এমএইচ/
আরও পড়ুন