ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেক্সিকো সীমান্তে শরনার্থীদের ওপর গুলি চালানোর হুমকি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মেক্সিকো সীমান্তের কাছে পাথর দিয়ে আক্রমণকারী শরণার্থীদের রুখতে প্রয়োজনে গুলি চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ হুমকি দেন।

তিনি বলেন, ‘মেক্সিকো সীমান্তের কাছে অবস্থানকারী শরনার্থীরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছে। তাদের অনেকেই হিংস্রভাবে পুলিশদের ওপর পাথর দিয়ে আক্রমণ চালাচ্ছে। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে এসমস্ত দুষ্কৃতিকারীদের ওপর গুলি চালাবে পুলিশ।’ 

ট্রাম্প বলেন, ‘আমরা আর সহ্য করতে পারছি না। তারা আমাদের সেনাদের ওপর পাথর ছুরছে। আমাদের সেনাবাহিনীও তাদের পাল্টা আঘাত করবে।’

তিনি বলেন, ‘আমেরিকা কোন ধরনের শরণার্থীদের গ্রহণ করবে না। বিগত কয়েক দশক ধরে আমেরিকা এসব শরণার্থীদের অনেক সাহায্য পাঠিয়েছে। এসময় তিনি শরণার্থীদদের সন্ত্রাসী হিসাবেও আখ্যায়িত করেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা শরণার্থীদের পেছনে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার আর খরচ করতে চাই না। আমরা তাদের আমেরিকায় কোনভাবে প্রবেশ করতে দেব না। ’

তথ্যসূত্র : এনডিটিভি

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি