ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদ চেয়ে আদালতে স্বামী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের আলোচিত রাজনীতিক লালুপ্রসাদ যাদবের ছেলের সঙ্গে পাটনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে বিয়ে হয়েছিল সেখানকার সাবেক মন্ত্রী চন্দ্রিকা রায়ের মেয়ে ঐশ্বর্য রায়ের সঙ্গে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে লালুপুত্র তেজপ্রতাপ যাদব।

বিয়ের মাত্র ৫ মাস পরে এঘটনা ঘটলো। পাঁচ হাজার মানুষকে দাওয়াত দিয়ে ঘটা করে বিয়ে হয়েছিল তাদের। কিন্তু এত বড় আয়োজনের বিয়ে যেন ছেলেখেলায় পরিণত হয়েছে।

পাটনার সিভিল কোর্টে শুক্রবার পিটিশন দায়ের করেছেন তেজপ্রতাপ। পিটিশনে লালুপুত্র জানিয়েছেন, স্ত্রী ঐশ্বর্য রায়ের সঙ্গে থাকতে চান না তিনি।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি