ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অস্কার জয়ী তারকার জীবন সংগ্রাম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ৫ নভেম্বর ২০১৮

অস্কার জয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের আত্মজীবনীমূলক বই ‘নোটস অব অ্যা ড্রিম: দ্য অথারাইজড বায়োগ্রাফি অব এ আর রহমান বের হয়েছে।

বইটি লিখেছেন কৃষ্ণা ত্রিলোক আর প্রকাশ করেছে ল্যান্ডমার্ক অ্যান্ড পেঙ্গুইন র্যানডম প্রকাশনা হাউস।

গত ৩ নভেম্বর ভারতের মুম্বাইয়ে বইটি প্রকাশ উপলেক্ষ নিজের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এ আর রহমান।   

এমন চূড়ান্ত সফল ব্যক্তি একটা সময় নাকি নিজেকে ব্যর্থ বলে মনে করতেন৷ আর একটা সময় নাকি তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত চলে যান৷ এমনটাই জানিয়েছে এ আর রহমান ৷

আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে জীবনের কঠিনতম সময় প্রসঙ্গে রহমান বলেন, ‘২৫ বছর বয়স পর্যন্ত আমি আত্মহত্যার কথা ভবতাম ৷ আমরা বেশিরভাগ মানুষই নিজেদের যথেষ্ট যোগ্য মনে করি না ৷ আমি বাবাকে হারানোর পর শূন্যতা তৈরি হয়ছিল ৷

তিনি আরো বলেন, তবে এই সব ঘটনাই আমাকে সাহসী করে তোলে৷ মৃত্যু সবার কাছেই স্থায়ী বিষয়৷ সব সৃষ্টিরই যখন শেষ আছে, তখন কেন কোনও একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন হব?’

 

এমএইচ/এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি