ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘এইডস’ আক্রান্ত সেনার বিরুদ্ধে ৭৫ কিশোরকে ধর্ষণের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৫১, ৯ নভেম্বর ২০১৮

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

Ekushey Television Ltd.

এইডস আক্রান্ত এক থাই সেনার বিরুদ্ধে প্রায় ৭৫ জন কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠল৷ এই কিশোরদের মধ্যে বেশিরভাগের বয়স, ১৩-১৮র মধ্যে৷ থাইল্যান্ডের খোনকেন প্রদেশের চল্লিশোর্দ্ধ ওই সেনা সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া প্রোপাইল খুলে ‘গে ডেটিং’ অ্যাপে ওই কিশোরদের আমন্ত্রণ জানায় বলে জানা যায়৷

ওই অভিযুক্তের সম্পর্কে টেকনোলজি ক্রাইম টাস্ক ফোর্সের ডেপুটি হেড হকপার্ন জানান, সোশ্যাল মিডিয়াতেই অভিযুক্ত ওই কিশোরদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াত, আর তার কথার ফাঁদে তারা নিজেদের এমন ছবি পাঠাত, যা ওই সেনার কাছে ব্ল্যাকমেলের প্রধান অস্ত্র হয়ে উঠত৷

কিশোররা তার সঙ্গে দেখা করতে গেলে ডেটিং অ্যাপে থাকা ব্যক্তির সঙ্গে ওই সেনার মুখের কোনও মিল না থাকার অভিযোগও তারা করে৷ কিন্তু ওই থাই সেনা সেই সব ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের যৌনসঙ্গমে বাধ্য করত বলে জানা যায়৷

অভিযোগের ভিত্তিতে ওই সেনাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান হাকপার্ন৷ তিনি আরও জানান, প্রায় ৭৫ জনকে ধর্ষণ করার প্রমাণও পাওয়া গেছে৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি