ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেলবোর্নে ছুরি হামলায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক ব্যক্তির ছুরির আঘাতে একজন নিহত হয়েছেন। শুক্রবারের ওই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। ওই অঞ্চলের পুলিশ কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এটি সন্ত্রাসী হামলা ছিল কিনা তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। তবে তারা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছেন।

বুর্ক স্ট্রিটের কাছে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি গাড়িতে আগুন লাগার খবর পায় পুলিশ। পরে পুলিশ গাড়ির কাছাকাছি এগিয়ে গেলে এক ব্যক্তি ছুরি নিয়ে তাদের মুখোমুখি হন এবং হুমকি দেন।

তিনি বলেন, ‘একই সময়ে কয়েকজন পথচারী জানান— সাধারণ কয়েকজন মানুষকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।’

পরে ওই এলাকা ঘিরে ফেলা হয় এবং বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপত্তা জোরদার করে।

এদিকে ভিক্টোরিয়া পুলিশ সুপারিনটেনডেন্ট ড্যাভিড ক্লেইটন বলেন, আঘাতকারী ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে আমরা তদন্ত চালাচ্ছি। 

 

তথ্যসূত্র: আল জাজিরা।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি