ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ক্যালিফোর্নিয়ায় দাবনলে নিহতের সংখ্যা বেড়ে ৩১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ৩১ জনের প্রাণ হানির ঘটনা ঘটেছে।  ২০০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলেও জানানো হয়েছে।

এদিকে নিহতের মধ্যে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ছয় জন রয়েছেন বলে জানানো হয়।

দাবানলে নিহতের সংখ্যার দিক থেকে ক্যালিফোর্নিয়া এটি রেকর্ড।এর আগে ১৯৩৩ সালে লস এনজেলেসে গ্রিফিথ পার্কে এরকমই প্রাণ হানির ঘটনা ঘটেছিল।

রাজ্যের গভর্নর জেরি ব্রাউন বলেন, আড়াই লাখ মানুষ এই ভয়াবহ দাবানলে ঘর ছারতে বাধ্য হয়েছেন।

জেরি ব্রাউন বলেন, এই দাবানলের ঘটনায় রাজ্যের মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা করেন তিনি।

তথ্যসূত্র : বিবিসি

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি