ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা নির্যাতন ইস্যু তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১৭ নভেম্বর ২০১৮

রোহিঙ্গা নিধন ও নির্যাতনের ঘটনা তদন্ত করবে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। সাধারণ পরিষদের তৃতীয় কমিটি এ ব্যাপারে একটি প্রস্তাব পাশ করেছে। জড়িতদের বিচারে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে যুক্ত করার পরামর্শ দেয় সদস্য দেশগুলো।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে তৃতীয় কমিটির বৈঠকে আবারও উঠে আসে রোহিঙ্গা সংকট। রাখাইনে হত্যা, নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জানায় সদস্য দেশগুলো। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় না আনায়, ক্ষোভ জানায় যুক্তরাষ্ট্র, তুরস্কসহ কয়েকটি রাষ্ট্র।

বৈঠকে মানবাধিকার লংঘনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে পূর্ণ ও স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়। এ ব্যাপারে মানবাধিকার কাউন্সিলকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয়। একইসঙ্গে রোহিঙ্গা নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে যুক্ত করার ওপর জোর দেয় সদস্য দেশগুলো।

ভোটাভুটিতে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে, ১০টি বিপক্ষে, আর ২৬টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে।

প্রস্তাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই-বাছাই করে রোহিঙ্গাদের ফেরত নেয়ার কথাও উল্লেখ করা হয়।

রাখাইনে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার পক্ষে নয় জাতিসংঘ।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি