ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গোলান মালভূমিতে সিরিয়ান মালিকানা জাতিসংঘে অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১৭ নভেম্বর ২০১৮

জাতিসংঘের সাধারণ পরিষদে বেশিরভাগ সদস্য দেশের ভোটে গোলান মালভূমির মালিকানা সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ সংক্রান্ত ভোটাভুটিতে ১৫১ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শুধুমাত্র আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল প্রস্তাবটির বিপক্ষে রায় দেয়।

প্রস্তাবে গোলান মালভূমির ওপর সিরিয়ার মালিকানাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ওই মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের সব রকম তৎপরতাকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করা হয়েছে।

ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, সাধারণ পরিষদে এ প্রস্তাব অনুমোদনের মাধ্যমে ইসরাইলকে এই বার্তা দেওয়া হয়েছে যে, গোলান মালভূমির ওপর তেল আবিবের দখলদারিত্ব অবৈধ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

জাফারি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং শান্তিপূর্ণ উপায় কিংবা যুদ্ধের মাধ্যমে তা অবশ্যই ফিরিয়ে নেবে দামেস্ক।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল যার আয়তন এক হাজার ২০০ বর্গ কিলোমিটার।

পরবর্তীতে সিরিয়ার কাছ থেকে দখল করে নেওয়া এই ভূখণ্ডকে নিজের অংশ হিসেবে ঘোষণা করে তেল আবিব যদিও আন্তর্জাতিক সমাজ এই দখলদারিত্বকে কোনোদিন স্বীকৃতি দেয়নি।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি