ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস, আজ বন্ধ মার্কিন দূতাবাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৫, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:১৩, ২২ নভেম্বর ২০১৮

আমেরিকান কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার, ২২ নভেম্বর ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, ২২ নভেম্বর ঢাকা, যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস আমেরিকার জাতীয় ছুটির দিন।
তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি