ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

শ্রীলঙ্কায় গণকবরে মিলল ২৩০টি কঙ্কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ২৩ নভেম্বর ২০১৮

শ্রীলঙ্কার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মান্নারে একটি ‘সর্ববৃহৎ’ গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের শুরুর দিকে সন্ধান পাওয়া ওই গণকবরে ২৩০টিরও বেশি কঙ্কাল পাওয়া গেছে বলে জানা যায়। এর আগে গত আগস্টে এ গণকবর থেকে ৯০টি কঙ্কাল পাওয়ার কথা জানানো হয়েছিল।

শ্রীলঙ্কার তামিল গোষ্ঠীর সঙ্গে সরকারের বাহিনীর যুদ্ধে ২০ হাজার মানুষ নিখোঁজ হয় বলে মানবাধিকারকর্মীরা দাবি করে থাকেন।

২০০৯ সালে শেষ হওয়া ২৬ বছরের ওই রক্তক্ষয়ী যুদ্ধ সশস্ত্র বাহিনীর সদস্য ও তামিল বিদ্রোহীসহ অন্তত এক লাখ মানুষ প্রাণ হারিয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। চলতি বছরের শুরুর দিকে মান্নারের প্রধান বাস টার্মিনালের কাছে পুরনো একটি সমবায় গুদামের কাছে নতুন ভবনের নির্মাণকাজের খোঁড়াখুঁড়ির সময় শ্রমিকরা মানুষের দেহাবশেষ পেলে নতুন এ গণকবরটির সন্ধান পাওয়া যায়। পরে আদালত স্থানটিতে বিস্তৃত খননকাজের নির্দেশ দেওয়ার পর সেখানে ২৩০টি মানুষের কঙ্কাল পাওয়া গেছে। তবে এ মৃতদেহগুলো কাদের এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে মান্নারের বিখ্যাত থিরুকেথিস্বরম হিন্দু মন্দিরের কাছে একটি গণকবর থেকে ৯৬ জনের শরীরের অংশবিশেষ উদ্ধার করা হয়। চার বছর পেরিয়ে গেলেও ওই গণকবরের মানুষেরা কিভাবে কাদের দ্বারা নিহত হয়েছিলেন তা জানা যায়নি।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি