ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইমরানের হাত ধরতে চাইলেন মাহাথিরের স্ত্রী ভিডিও ভাইরাল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২৩ নভেম্বর ২০১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়া সফরে থাকার সময় মালয়েশিয়ার ফার্স্টলেডি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘আমি কি আপনার হাত ধরতে পারি?’ সেই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।    

পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। দুই দিনের সেই সফর শেষ হয়েছে বুধবার। সফরের শেষে ইমরান খানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও ৯২ বছর বয়সী স্ত্রী সিঁথি হাসমাহ মোহাম্মদ আলির ফটোসেশন চলছিল।

ওই সময় মালয়েশিয়ার ফার্স্টলেডি সিঁথি হাসমাহ ইমরান খানকে উদ্দেশ করে বলেন, আমি কি আপনার হাত ধরতে পারি? উত্তরে ইমরান বলেন, সিওর (অবশ্যই)। পরে ইমরান খানের হাত ধরে ছবি তোলেন মালয়েশিয়ার ফার্স্টলেডি।   

ফটোসেশনের ওই দৃশ্য ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি