ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে জামাল খাশোগির নামে সড়ক তৈরির প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৪:০৬, ১ ডিসেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসের পাশের সড়কের নাম পরিবর্তন করে ‘জামাল খাশোগি সড়ক’ নামে নাম করণ করার পক্ষে ভোট দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। নিহত সাংবাদিক জামাল খাশোগিকে সম্মান দেখাতেই সড়কের নামের পরিবর্তনে ভোট দিয়েছেন তারা।

সিটি কাউন্সিলের অনুমতি পেলে অ্যাডভাইজরি কমিশন জামাল খাশোগি সড়ক হিসেবে এটির নামকরণ করবে।

এ ধরনের হত্যা যে একেবারে অগ্রহণযোগ্য সৌদি আরবের কর্মকর্তাদের তা স্মরণ করিয়ে দিতে আমরা সড়কটি নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছি। সড়কের নাম পরিবর্তন সংক্রান্ত পিটিশনে এ কথা বলা হয়েছে।  

গত ২ অক্টোবর ইস্তামবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে হত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক চাপের মুখে পড়েন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান 

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি