সৌদিকে জাতিসংঘ
ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নিন
প্রকাশিত : ১২:৩৪, ৭ ডিসেম্বর ২০১৮
দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর থেকে আগ্রাসী সৌদি আরবের অবরোধ তুলে নেয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইডেনে যখন শান্তি আলোচনা শুরু হয়েছে তখন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ আহ্বান জানালেন।
এর পাশাপাশি তিনি ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগতদের প্রতি আলোচনায় কঠোর অবস্থান না নেয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি বলে, ‘স্টকহোমে ইয়েমেন সংঘাত অবসানের লক্ষ্যে শান্তি আলোচনা শুরুর ঘটনাকে আমি স্বাগত জানাই। দুপক্ষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে, যুদ্ধাবসান ও জনগণের ভোগন্তি দূর করার জন্য তাদের হাতে যে ক্ষমতা আছে তা যেন তারা ব্যবহার করেন। ইয়েমেনিরা আর ধৈর্য ধরতে পারছেন না।’
পরে গুতেরেসের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, ইয়েমেনের হুদাইদা বন্দর উন্মুক্ত রাখার জন্য সবপক্ষের প্রতি জাতিসংঘ মহাসচিব আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে যে সামান্য পরিমাণ ত্রাণ সামগ্রী প্রবেশ করে তা এই বন্দর দিয়েই আসে।
এসএ/