ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মুকেশ আম্বানি কন্যা ইশার বিয়েতে এলেন হিলারি ক্লিনটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ৮ ডিসেম্বর ২০১৮

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মেয়ের বিয়ের অনুষ্ঠানে শুরু হয়েছে জমকালো আয়োজন। আগামি ১২ ডিসেম্বর বিয়ের মূল অনুষ্ঠান হলেও শুক্রবার থেকে শুরু হয়েছে এই বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ে উপলক্ষে দেশি বিদেশি মেহমান এসেছেন।

শনিবার ইশার বিবাহপূর্ব অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। আম্বানি কন্যার বিয়েতে সুদূর যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসেন তিনি।

হিলারি ক্লিনটন ছাড়াও বলিউডের অনেক সুপারস্টার উপস্থিত হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন, ক্যাটরিনা কাইফ, আমির খান, করণ জোহর, বরুন ধাওয়ান, নিক-প্রিয়াংকা, জাহ্নবিসহ বচ্চন পরিবারের অনেকে।

যদিও ১২ তারিখের উদয়পুরে হবে মূল অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন অরিজিত্‍সিং ও এ আর রহমানের মতো তারকারা। অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স করবেন প্রিয়ঙ্কা চোপড়া।

জয়পুর থেকে উদয়পুরের পার্টিতে আমন্ত্রিত অতিথিদের পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে বিশেষ বিমানে। এ জন্য জয়পুর বিমানবন্দরে ২০০টি বিশেষ চার্টার বিমানের ব্যবস্থা করা হয়েছে। (সূত্রঃ বিজনেসটুডে)

কেআই// আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি