ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ইয়েমেনে মানবিক বিপর্যয় আমেরিকার কারণে : ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ১০ ডিসেম্বর ২০১৮

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়ের পেছনে আমেরিকার হাত রয়েছে। কারণ তারাই ইয়েমেনের ওপর আগ্রাসী শক্তিকে অস্ত্র ও অর্থনৈতিক সমর্থন দিয়ে আসছে। আমেরিকার এ ভূমিকার কারণে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অবস্থা বেশি খারাপ হয়েছে।
রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।

কাসেমি বলেন, আমেরিকার এই নেতিবাচক ভূমিকার কথা আন্তর্জাতিক সংস্থাগুলোও স্বীকার করেছে।
ইয়েমেন ইস্যুতে সুইডেনের রাজধানী স্টকহোমে চলমান শান্তি আলোচনায় ইরান প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ করেছিল বলে তোলা অভিযোগ নাকচ করে বাহরাম কাসেমি বলেন, ইরান সবসময় ইয়েমেনিদের অংশগ্রহণে এ সমস্যার সমাধান চেয়েছে। স্টকহোমে যে আলোচনা শুরু হয়েছে তা সেই ধরনেরই আলোচনা।
গত বৃহস্পতিবার থেকে সুইডেনে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়। ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জাতিসংঘ এ আলোচনার উদ্যোগ নেয়।
সূত্র : পার্সটুডে
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি