ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

থেমে গেল নরেন্দ্র মোদির বিজয়রথ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১২ ডিসেম্বর ২০১৮

চার বছর ধরে ক্রমাগত সাফল্যের পর মঙ্গলবার বড়সড় ধাক্কা খেল মোদি সরকার। ভারতের বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতে জয়ী হয়েছে কংগ্রেস। অন্য দুটিতে জয় পেয়েছে স্থানীয় দুটি দল। একটিতেও জয় পায়নি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
লোকসভা ভোটের বাকি এখনও কয়েক মাস। কিন্তু তার আগেই থেমে গেল নরেন্দ্র মোদির বিজয়রথ! এই প্রথম বড় ধাক্কা খেল মোদি। আর সেই ধাক্কাটা দিয়েছেন রাহুল গান্ধী। মোদি-জমানায় প্রথম বার হিন্দি-বলয়ের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপিকে হারালেন তিনি। কংগ্রেস সভাপতি পদে নাম ঘোষণার ঠিক এক বছর পূর্ণ হওয়ার দিনেই রাহুলের এই বিজয়। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলে সেই অর্থে মোদির বিজেপির হাতে রইল শূন্য। যদিও রাত পর্যন্ত মধ্যপ্রদেশ নিয়ে রহস্যই তাদের কাছে একমাত্র আশার আলো। রাতে টুইটারে হার মেনে কংগ্রেসকে অবশ্য অভিনন্দন জানালেন মোদি।
লোকসভার আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে ধরা হয় সেমিফাইনাল।
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি