ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ইডিয়ট’ লিখে গুগলে সার্চ দিলে কেনো আসে ট্রাম্পের ছবি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচিত-সামালোচিত, শক্তিধর এই মানুষটি প্রতিদিনের বিশ্ব সংবাদের শিরোনামে থাকেন। এবার তাকে নিয়ে প্রকাশ পেয়েছে ভিন্ন এক খবর। গুগলে ‌‌‌‘ইডিয়ট’ (idiot) লিখে সার্চ দিলে চলে আসে তার ছবি। আর এই ঘটনায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

এ সময় তাকে বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়। তবে গুগলের প্রধান নির্বাহী তাদের করা প্রশ্নগুলোর উত্তর বেশ ভালোভাবেই দিয়েছেন।
রিপাবলিকান কমিটির জই লফগ্রেন নামে এক সদস্য পিচাইকে প্রশ্ন করেন, আমি যখন গুগলে ‘ইডিয়ট’ শব্দটি লিখে সার্চ দিই তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সবার সামনে আসে। এমনটি কেন হয়?

উত্তরে পিচাই বলেন, ‘বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন পেজের ফলাফলের সঙ্গে মিলে যাওয়ায় এমনটি হয়ে থাকে। মূলত মানুষ এই শব্দকে কীভাবে ব্যবহার করে তার ভিত্তিতেই গুগলে ফলাফল আসে।’
এ বিষয়ে ডেমোক্র্যাট দলের সদস্য টেড লিউ পরামর্শ দেন, যদি আপনি সার্চ রেজাল্টে ইতিবাচক কিছু চান, তাহলে ইতিবাচক কাজ করতে হবে। আপনার নেতিবাচক সার্চ রেজাল্ট পছন্দ না হলে ওই ধরনের কাজ এড়িয়ে চলতে হবে।
গুগল নির্বাহীকে এ সময় রাজনৈতিক পক্ষপাতিত্ব সম্পর্কেও জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘গুগল কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করে না। আমাদের অনেক সোর্স আছে। আমরা ডান-বাম উভয় পক্ষ থেকেই তথ্য সংগ্রহ করি এবং তার ভিত্তিতেই ফলাফল দেয়া হয়।’

সূত্র : বিবিসি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি