ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

মাউন্ট সোপুতান আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ১৬ ডিসেম্বর ২০১৮

ইন্দোনেশিয়ার মাধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের মাউন্ট সোপুতান আগ্নেয়গিরি থেকে রোববার ছাই উদগীরণ হয়েছে।
দেশটির দুর্যোগ সংস্থার একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।
আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাইমেঘ আকাশের ৭.৫ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সুতোপো পুরোউ নুগরোহো জানান, আগ্নেগিরিটি দিয়ে দুবার ছাইমেঘ উদগীরণ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৫৭ মিনিটে ছাইমেঘের পুরু স্তর ৭.৫ কিলোমিটার উঁচুতে ও সকাল ৭টা ৪৩ মিনিটে ৭ কিলোমিটার উঁচুতে উঠে ছড়িয়ে পড়েছে।
তিনি আরো জানান, ছাইমেঘগুলো জ্বালামুখের দক্ষিণপশ্চিম ও দক্ষিণ দিকে যাচ্ছে। ৩০ মিনিট ধরে উগগীরণ ঘটে।

সূত্র : বার্তা সংস্থা সিনহুয়া

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি