ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

লেবানন সীমান্ত থেকে পিছু হটতে বাধ্য হলো ইসরাইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪৮, ১৯ ডিসেম্বর ২০১৮

লেবাননের সেনাবাহিনীর বাধার মুখে জাতিসংঘ সমর্থিত `ব্লু লাইন` থেকে সরে যেতে বাধ্য হয়েছে ইসরাইলি বাহিনী। দক্ষিণ লেবাননের `মেইস জাবাল` এলাকায় এ ঘটনা ঘটেছে।

ইহুদিবাদী সেনারা নিজেদের স্বার্থে কাঁটা তারের বেড়ার নির্দিষ্ট লাইন পরিবর্তন করতে চাইলে লেবাননের সেনারা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এরপর ইসরাইলি বাহিনী সেখান থেকে পিছু হটে।

এছাড়া তারা `মেইস জাবাল` এলাকায় খনন কাজ বন্ধ রেখেছে এবং খনন কাজে ব্যবহৃত যন্ত্রগুলোকে সরিয়ে নিয়েছে।

২০০০ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিরোধের মুখে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনারা সরে যাওয়ার পর জাতিসংঘের মাধ্যমে যে সীমান্ত রেখা নির্ধারণ করা হয়েছে তা `ব্লু লাইন` নামে পরিচিত।

হিজুবুল্লাহ ব্লু লাইনের কাছে টানেল তৈরি করেছে অভিযোগ তুলে সেখানে সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস সম্প্রতি দাবি করেছেন, ইসরাইল অধিকৃত এলাকায় কয়েকটি টানেল তৈরি করা হয়েছে। যুদ্ধ ইসরাইলের ভেতরে নিতেই এসব টানেল তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য সীমা লঙ্ঘন মোকাবেলায় লেবাননের সেনাবাহিনী পূর্ণ প্রস্তুতি ঘোষণা করেছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি