ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হিজবুল্লাহর শক্তি বৃদ্ধি

‘লেবাননে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ২০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:০৬, ২০ ডিসেম্বর ২০১৮

হিজবুল্লাহ যোদ্ধা

হিজবুল্লাহ যোদ্ধা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্তি ও জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে পড়েছে আমেরিকা। এজন্য আমেরিকা লেবাননের বিভিন্ন গোষ্ঠী ও মতের লোকজনের মধ্যে নতুন একটি গৃহযুদ্ধ বাধানোর পথ খুঁজছে।

বুধবার ইরানের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন আমরিকার ইতিহাসের অধ্যাপক ডেভিড ইয়াকুবিয়ান।

তিনি বলেন, হিজবুল্লাহ হচ্ছে বৈধ একটি সংগঠন এবং এটা অত্যন্ত ইতিবাচক দিক যে, আমেরিকা কিংবা ইসরাইলের প্রত্যাশা অনুযায়ী তারা লেবাননে গৃহযুদ্ধ বাধানোর জন্য কাজ করছে না বরং দেশটির নিজস্ব রাজনৈতিক কাঠামোর ভেতরে থেকে তারা কাজ করছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা সম্প্রতি হিজবুল্লাহর রাজনৈতিক শক্তি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তার এ উদ্বেগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এসব কথা বলেন অধ্যাপক ইয়াকুবিয়ান।

নয় বছরের মধ্যে গত ৬ মে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে হিজবুল্লাহ ও তার মিত্ররা মিলে অর্ধেকের বেশি আসন পেয়েছে। ১৯৮০’র দশকে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির দীর্ঘ প্রতিরোধ সংগ্রামের মুখে ২০০০ সালের মে মাসে ইহুদিবাদী ইসরাইলের সেনারা দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়। এছাড়া, ২০০৬ সালে নতুন এক যুদ্ধে ইসরাইলকে কার্যত পরাজিত করে এ সংগঠন।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি