ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘কিমের সঙ্গে মিল রয়েছে মমতার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ২৫ ডিসেম্বর ২০১৮

ভারেতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাদৃশ্য রয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাকে কটাক্ষ করে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। ২০১০ সালের শেষ দিক থেকেই তিনি রাষ্ট্রের পরবর্তী উত্তরাধীকারের মতো আচরণ শুরু করেন, এবং তার বাবার মৃত্যুর পর কিমকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘মহান উত্তরাধেকারি’ হিসেবে ঘোষণা করেন। তার বিরুদ্ধে ঔদ্ধত্য এবং আগ্রাসনের একগুচ্ছ অভিযোগ রয়েছে। মূলত কিমের কারণেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক খারাপ হচ্ছে বলে অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মঞ্চে।

কিন্তু সেই রাষ্ট্রপ্রধানের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মিল কোথায়? ব্যাখ্যা করেছে মোদির মন্ত্রী গিরিরাজ। তিনি বলেছেন, ‘দেশে পরশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কোনও গণতন্ত্র নেই। কিম জন উনের মত আচরণ করছেন মমতা। তার বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে হত্যা করা হচ্ছে।’

বংগ বিজেপির রথ যাত্রা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রাজ্যের সব প্রান্তে বিজেপি রথ যাত্রা করতে চায়। সেই রথে মোদি-অমিত শাহসহ যোগী আদিত্যনাথের মতো দাপুটে নেতাদেরকেও চড়াতে আগ্রহী বঙ্গ বিজেপি। যদিও সেই যাত্রার অনুমতি দেয়নি প্রশাসন। কলকাতা হাইকোর্টে বিষয়টি ঝুলে রয়েছে।

আইনি জটিলতায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে বিজেপির রথযাত্রার দিন। এই অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বঙ্গ বিজেপির নেতারা। সর্বোচ্চ আদালতের রায় বিজেপির পক্ষেই যাবে বলে আশাবাদী গিরিরাজ। মোদির এই মন্ত্রী বলেছেন, ‘আমাদের কেউ থামাতে পারবে না। সুপ্রিম কোর্টে আমরা জিতবই।’

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি