ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট শাগারি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৩২, ৩০ ডিসেম্বর ২০১৮

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট শেহু শাগারি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি মারা যান শুক্রবার।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেন, ‘আমি রাজধানী আবুজায় নাইজেরিয়ার প্রথম নির্বাহী প্রেসিডেন্ট আলহাজি শেহু শাগারির মৃত্যুর খবর পেয়েছি। আর এটা আমার পরিবার, নাইজেরিয়ার সরকার ও জনগণের জন্য খুবই দুঃখজনক খবর।’
সাবেক জেনারেল বুহারি ১৯৮৩ সালে শাগারির সরকারের বিরুদ্ধে রক্তপাতহীন এক সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন।
প্রেসিডেন্ট তার বিবৃতিতে আরো বলেন, ‘তিনি দায়িত্ব ছেড়ে দেয়ার পর তার মৃত্যুর আগ পর্যন্ত নাইজেরিয়ার জনগণ তাকে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রাখে এবং তার দূরদর্শীতাপূর্ণ পরামর্শ দেশের জনগণ চিরদিন স্মরণ করবে।’
১৯৭৯ সালে নাইজেরিয়ায় মার্কিন-ধাচের শাসন ব্যবস্থা চালু হওয়ায় শাগারি কেবলমাত্র দেশের আনুষ্ঠানিক প্রেসিডেন্ট না তিনি প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হন। তিনি নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ফুলানি মুসলিম ছিলেন।

সূত্র : এএফপি

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি