ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোমায় থাকা নারীর সন্তান প্রসব, তদন্তে নেমেছে পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:২৯, ৬ জানুয়ারি ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

গত এক দশক ধরে কোমায় থাকা এক নারী সন্তান জন্ম দিয়েছেন। কোমায় থাকা অবস্থাতেই গত ২৯ ডিসেম্বর সন্তান জন্ম দেন তিনি। যুক্তরাষ্ট্রের আরিজোয়ানা প্রদেশের ফিওনিক্সের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

২৪ ঘন্টা ধরে তাকে নজরদারিতে রাখা হয়। এরমধ্যে ঘটে যাওয়া এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে এ ঘটনায় ওই নারীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা হতবাক হয়েছেন।

স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু তদন্তের অভিমুখ কোন দিকে তা তিনি জানাতে রাজি হননি।

এক বিবৃতিতে ওই স্বাস্থ্যকেন্দ্র জানায়, সমস্থ ব্যাপারটি খতিয়ে দেখতে শুরু করেছে স্বাস্থ্যকেন্দ্র। এছাড়া সমস্ত রোগী যাতে নিরাপদে থাকেন তা নিশ্চিত করা হচ্ছে।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি