ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দুর্নীতি বিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতের প্রতিনিধি দল পাকিস্তানে

প্রকাশিত : ১৬:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৫, ২৮ মার্চ ২০১৭

কাশ্মিরকে কেন্দ্র করে চলমান বৈরি সম্পর্কের মধ্যেই সার্কের দুর্নীতি বিরোধী সম্মেলনে যোগ দিতে এখন পাকিস্তানে ভারতের প্রতিনিধি দল। ভারতের কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের মহাপরিচালক প্রেমাংশু বিশ্বাসের নেতৃত্বে এ দলটি রোববার ইসলামাবাদে পৌঁছায়। কাশ্মিরে সহিংসতা ও উড়ি হামলার পর এ সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী দাবি করেন, সাম্প্রতিক বক্তব্যের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন, যা আইনবিরোধী। অন্যদিকে প্রায় আড়াই মাস পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মির থেকে কারাফিউ তুলে নেয়া হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি