ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘খাশোগি হত্যার জন্য সৌদিকে শাস্তি পেতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:১০, ৯ জানুয়ারি ২০১৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার জন্য সৌদি আরবকে শাস্তি পতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।পম্পেওর এ বক্তব্যকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, খাশোগি হত্যার ঘটনায় রিয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা আমেরিকার স্বর্থের জন্য ক্ষতিকর হবে। তবে পম্পেও পরিষ্কার করেছেন যে, খাশোগির হত্যাকারীরা তাদের অপরাধ থেকে পার পাবে না।

তিনি সিএনবিসি টেলিভিশনকে সোমবার বলেন, ‘খাশোগি হত্যার ঘটনায় আমরা বিশ্বকে খুব পরিষ্কার বার্তা দিয়েছি। এটা ছিল একটা ঘৃণ্য কাজ। এটা অগ্রহণযোগ্য। এই হত্যাকাণ্ডের শাস্তি অন্য দেশগুলোকে পথ দেখাবে।’

গত ২ অক্টোবর জামাল খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট ভবনে হত্যা করা হয়। প্রথমে সৌদি আরব এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সত্য স্বীকার করতে বাধ্য হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়েছেন।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি